অ্যানালাইসি বিডি ডেস্ক
করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দিয়েছে বলে মিথ্যাচার করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
জানা গেছে, গতকাল ডব্লিউএইচও’র এর পক্ষ থেকে এমন কোন তথ্য জানানো হয়নি। মেয়র সাঈদ খোকন ভুল তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে মিথ্যাচার করছে।
ডব্লিউএইচও’র কান্ট্রি অফিসের কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশনস অফিসার ক্যাটালিন বেরকারু জানান, ডিএসসিসি মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠককালে ডব্লিউএইচও ঢাকা বা বাংলাদেশকে লকডাউন করার পরামর্শ দেয়া হয়নি। সেখানে নিজেদের ও জনগণের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে ভালো যোগাযোগের জন্য কার্যকর বেশ কয়েকটি বিকল্প পদক্ষেপের বিষয়ে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।
এর আগে শনিবার মেয়র সাঈদ খোকন দাবি করেছিলেন, করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে আংশিক বা সম্পূর্ণ লকডাউনের মতো সামাজিক দূরত্বের পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিওএইচও।
এদিকে মেয়র সাঈদের এমন মিথ্যাচারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকেই। তারা বলছেন, ক্ষমতাসীনদের নেতার বিভিন্ন সময় বিভিন্ন বচন দিয়ে এই মহামারিকে হালকা হিসেবে দেখছেন। যখন সারা পৃথিবী মৃত্যুকূপ পরিনত হয়েছে একটা ভাইরাসে সে সময় ওপরের মহল থেকে এরকম মিথ্যাচার দুঃখজনক।