অ্যানালাইসিস বিডি ডেস্ক
রমজান মাস ধৈর্য, সহনশীলতা ও পবিত্রতা অর্জনের মাস। এজন্য পবিত্র এ মাসের আগমনকে মুসলমানরা স্বাগত জানায়। বিভিন্ন সংগঠন রমজানের আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালীর আয়োজনও করে থাকে। কিন্তু পবিত্র এই মাসেও শুধুমাত্র রাজনৈতিক বিরোধীতার কারণে রমজানের র্যালীতে অংশ নেয়ার কারণে এক ছাত্রকে মারধর ও পুলিশে ধরিয়ে দিয়ে নিকৃষ্ট নজির স্থাপন করলো ছাত্রলীগ।
গত ১৭ মে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে শান্তিপূর্ণ র্যালী করে ছাত্রশিবির ফেনী শহর শাখা। সেই র্যালীতে অংশ নেয়ার কারণে শিবিরকর্মী আলাউদ্দিনকে পিটিয়ে আহত করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ।
জানা যায়, সকালে র্যালী করার পর ঐদিন বিকেলে কোন কারণ ছাড়াই লঙ্করহাট বাজারে শিবির কর্মী আলাউদ্দিনের উপর হামলা চালায় ছাত্রলীগ সন্ত্রাসীরা। তার উপর নির্যাতন চালিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশও ছাত্রলীগের প্রতি আনুগত্য দেখিয়ে তাকে ফেনী মডেল থানায় নিয়ে আসে। লজ্জার বিষয় হলো পুলিশ হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের কিছু না বলে উল্টো ছাত্রশিবিরের ৩১ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে।
এদিকে রমজানের মত পবিত্র মাসে এমন ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগ ও পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছে রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ। তারা বলেন, মানুষ আজ নির্ভিঘ্নভাবে রমজানকেও স্বাগত জানাতে পারছে না। ধর্মপ্রাণ মুসলমানের এই ন্যুনতম স্বাধীনতাটুকুও আজ কেড়ে নিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। ইসলামপূর্ব জাহিলিয়াতের যুগেও এমন অবস্থা ছিলো না বলেও মন্তব্য করেন তারা।
এমন নিকৃষ্ট ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত ও সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, পবিত্র রমজান মাসেও দায়িত্বহীনতা ও অসভ্যতার নিকৃষ্ট নজির স্থাপন করে চলেছে পুলিশ ও ছাত্রলীগ। নিরপরাধ কর্মীকে আটক ও ৩১ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের সেবাদাস পুলিশের দলবাজী ও দায়িত্বহীনতার আরেকটি ঘৃন্য নজির বলে উল্লেখ করেন তারা।
শিবিরের পক্ষ থেকে বলা হয়, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে সারাদেশে ধারাবাহিক ভাবে ছাত্রশিবিরের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে কিছু দলবাজ পুলিশ কর্মকর্তা। যা পবিত্র রমজান মাসেও থেমে নেই। অন্যায় ও অমানবিকভাবে নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে রোজা পালনে বাধা দিচ্ছে। সংযমের এ মাসটিতেও জনগণকে পুলিশের এই বিকৃত রুপটি দেখতে হলো। যার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এ সরকার কথায় কথায় নিজেদেরকে ইসলামের পক্ষে বলে দাবী করে। অথচ ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে মাহে রমজানের স্বাগত র্যালীতে হামলা ও গ্রেপ্তার চালিয়েছে পুলিশ। যা সরকারের ঘৃন্য ইসলাম বিদ্ধেষী মনোভাবের বহি:প্রকাশ।
শিবির নেতৃবৃন্দ অবিলম্বে এই সাজানো মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃত শিবির কর্মী আলাউদ্দিনের মুক্তি দাবী করেছেন। একই সাথে রোজাদারগন যেন সুষ্ঠ ভাবে রোজা পালন করতে পারে তার জন্য হয়রানি না করতে প্রশাসনের প্রতিও আহবান জানিয়েছেন।