আজ সোমবার ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, আইইউবি, আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে সকল বেসরকারি ইউনিভার্সিটি আগামীকাল থেকে অনিদিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করা ঘোষণা দিয়েছে।
আজ দুপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠন Private University Students Alliance of Bangladesh – PUSAB তাদের অফিসিয়াল পেজে এই ঘোষণা দেন। প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের সমন্বিত এই সংগঠন আরো জানিয়েছে, প্রাইভেট ভার্সিটির ছাত্ররা শান্তিপূর্ণ ও যৌক্তিক দাবী ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে অংশগ্রহণ করেছিলো। পুলিশ বিনা উস্কানিতে ছাত্রদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় ও শতাধিক নিরীহ ছাত্রকে গ্রেপ্তার করে।
সংগঠনটির নেতারা জানিয়েছেন, ছাত্রদের উপর হামলার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হবে না। একইসাথে তারা অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।