খাগড়াছড়িতে একটি কর্মসূচি পালনের জন্য জড়ো হতে থাকা ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ছয় জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত তিন জন। প্রত্যক্ষদর্শী ও ইউপিডিএফের সদস্যরা এই হামলার জন্য জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি শহরের শনিরগড় বাজার ও নাড়ানখাইয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পাহাড়ি সংগঠন ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) লোকজন একটি কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছিলেন। এ সময় অতর্কিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় ইউপিডিএফ সদস্য ও সাধারণ লোকজন হতাহত হন। ঘটনার পর খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ছয় জনের লাশ আনা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে একই হাসপাতালে আনা হয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- তপন চাকমা, জিতায়ন চাকমা ও এল্টন চাকমা। এর মধ্যে তপন চাকমা ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে।
গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে সোহেল চাকমা, সমর বিকাশ চাকমা ও সখিডন চাকমাকে।
খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহমদ খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘প্রত্যক্ষদর্শীরা বলছেন ইউপিডিএফের প্রতিপক্ষ জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। তবে তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এই হামলা হয়ে থাকতে পারে।’
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো শহরেই পরিস্থিতি থমথমে হয়ে আছে। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউপিডিএফ, জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: বাংলা ট্রিবিউন