এ কে এম ওয়াহিদুজ্জামান
বৃটিশ পত্রিকা টাইমস জানাচ্ছে শহীদুল আলমকে মুক্তি দেবার জন্য বৃটিশ এমপি টিউলিপ সিদ্দিকী তার খালাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে) অনুরোধ জানিয়েছেন। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ!
কিন্তু গত নভেম্বর মাসে চ্যানেল ফোর নিউজের পক্ষ থেকে যখন টিউলিপ সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি বৃটিশ ট্রেইনড ব্যারিস্ট্রার আরমান (আহমেদ বিন কাশেম) এর মুক্তির জন্য তার খালাকে অনুরোধ করছেন না, তখন টিউলিপ প্রথমে আরমানকে না চেনার ভান করলেন, তারপর জানতে চাইলেন আরমান বৃটিশ নাগরিক কি না এবং তার নির্বাচনী এলাকা হ্যাম্পস্টেড এন্ড কিলবার্ন এর বাসিন্দা কি না!
যখন তিনি জানলেন আরমান বৃটিশ নাগরিকও নন এবং তার নির্বাচনী এলাকার বাসিন্দাও নন, তখন তিনি বললেন, বৃটিশ আইন অনুযায়ী তিনি ভিন্ন দেশের এবং ভিন্ন নির্বাচনী এলাকার লোকের জন্য তদবির করতে পারেন না (যদিও এমন কোন বৃটিশ আইনের অস্তিত্ব নেই)। এরপর তিনি চ্যানেল ফোর এর ঐ গর্ভবতী প্রযোজককে হুমকি দিয়ে ব্যপক সমালোচনার মুখে মাফও চেয়েছিলেন।
প্রশ্ন হচ্ছে, শহীদুল আলমও তো বৃটিশ নাগরিক নন এবং টিউলিপের নির্বাচনী এলাকার বাসিন্দাও নন। টিউলিপ যদি শহীদুল আলমের মুক্তির জন্য নিজের খালার কাছে তদবির করতে পারেন, তাহলে তিনি কেন ব্যারিস্ট্রার আরমানের মুক্তির জন্য তার খালার কাছে তদবির করতে পারেন না?
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ আগস্ট গভীর রাতে জামায়াত নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকধারী একদল লোক তাদের ডিওএইসএসের বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত তিনি নিখোঁজ রয়েছেন।