বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার রুখতে দেশে স্কাইপ বন্ধ করে দিয়েছে সরকার। পাশাপাশি খালেদা জিয়ার কার্যালয়ের ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার থেকে বিএনপির মানোনয়ন বোর্ডের পাশাপাশি লন্ডন থেকে তারেক রহমানও প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তারেক রহমানের বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলে ইসি বলেছে এ নিয়ে তাদের কিছু করার নেই।
ইসিতে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না পেয়ে অবশেষে ইসিকে বুড়ো আঙুল দেখিয়ে বিটিআরসিকে দিয়ে সরকার নিজেই তারেক রহমানকে রুখার পথ বেছে নিল।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সূত্র জানিয়েছে সোমবার ইন্টারনেট ভিত্তিক স্কাইপে সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে কেউ বিষয়টি স্বীকার করছে না। জানতে চাইলে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া অ্যান্ড পাবলিকেশন) জাকির হোসেন খান বলেন, কারিগরি ত্রুটির কারণে স্কাইপে বন্ধ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অবশ্য টেলিযোগাযোগ খাত সূত্রে স্কাইপে বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি গ্রাহকেরা জানিয়েছেন, তাঁরা এটি ব্যবহার করতে পারছেন না।
এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঘিরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছে দলটি। সোমবার রাতে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেল ৩টা থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। এরপর থেকে লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মনোনয়ন প্রত্যাশীদের স্কাইপে কথোপকথন বন্ধ রয়েছে।
নির্বাচনী কার্যক্রমে বিঘ্ন ঘটাতে সরকারি নির্দেশে টেলি রেগুলেটরি কমিশন এমন কাজ করেছে বলে অভিযোগ করেন তিনি।
তথ্যসূত্র: প্রথম আলো ও শীর্ষনিউজ