অ্যানালাইসিস বিডি ডেস্ক
একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে জনগণের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে। বিরোধীদলসহ দেশের সুশীল সমাজ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কিন্তু ইসির এই কথায় আস্থা রাখতে পারছে না আওয়ামীলীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীরা। কারণ প্রায় প্রতিদিনই সরকারি কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের গোপন বৈঠকের তথ্য ফাঁস হচ্ছে।
তবে আওয়ামী লীগ ও ইসির পক্ষ থেকে এসব গোপন বৈঠকের কথা অস্বীকার করা হলেও তথ্যগুলো যে সঠিক এটার বাস্তব প্রমাণ পাওয়া গেছে। আওয়ামী লীগ যে কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করবে এটা তাদের মনোনীত প্রার্থীরা বিভিন্ন জায়গায় ঘোষণাও দিয়েছেন। এসব ষড়যন্ত্রকারীদের মূলহোতা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম ইতিমধ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভোটের দিন কেন্দ্র দখলে রাখতে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন।
গত শনি ও রোববার চূড়ান্তভাবে মনোনীতদেরকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। রোববার মনোনয়নের চিঠি পেয়ে সোমবারই নিজ এলাকা উল্লাপাড়া গিয়ে সালঙ্গা, হাটিকম্বুল ও লাহিরী মোহনপুরসহ ৫টি জায়গায় পথসভা করেছে এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।
দুপুরের পর লাহিরী মোহনপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে আচরণবিধি লঙ্ঘন করে বিশাল পথসভা করেছে তানভীর ইমাম। এই সভায় তিনি ভোটের দিন ভোটকেন্দ্র নিজেদের দখলে রাখতে নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ভোট কেন্দ্র আমাদের দখলে রাখতে হবে। বিএনপি জামায়াত যেন কোনোভাবেই আসতে না পারে। ভোটের দিন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কেন্দ্র দখলে রাখতে হবে।
এদিকে তানভীর ইমামের এই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এনিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। আর আচরণবিধি লঙ্ঘন করে এধরণের পথসভা করায় সাধারণ মানুষও অবাক হয়েছে।
স্থানীয়রা বলছেন, আগামী নির্বাচনে যে মানুষ ভোট দিতে পারবে না এটা নিশ্চিত। প্রার্থী নিজে যেভাবে কেন্দ্র দখলের ঘোষণা দিয়েছেন সেখানে সাধারণ ভোটাররা আর ভোট দিতে কেন্দ্র যাবে না।