একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে গণহারে বিএনপি নেতাদের মনোনয়ন বাতিল করছে নির্বাচন কমিশন। সারাদেশে বিভিন্ন আসনে বিএনপির অনেক নেতার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি আসনেই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রিটানিং কর্মকর্তা।
ফেনী-১ , বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা-৯ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ঝিনাইদহ-১ আসনে আব্দুল ওহাব, ঝিনাইদহ-২ আসনে মসিউর রহমান, পটুয়াখালী-৩ আসনে গোলাম মাওলা রনি, ঢাকা-৬ আসনে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, ঢাকা-১ আসনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আশফাক ও নবাবগঞ্জ উপজেলার চেয়ারম্যান ফাহিমা হোসাইন জুবলি, ঢাকা-২ আসনে আমানুল্লাহ আমান, ঢাকা-১৯ আসনে কফিল উদ্দিন, ঢাকা-২০ আসনে বিএনপির আলহাজ্ব তমিজ উদ্দিন ও সুলতানা আহমেদ।
চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৭ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-কাট্টলী) আসনে আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে সামির কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মীর মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ আসনে আবু আহমেদ হাসনাত এবং আবদুল আলীম।
গোপালগঞ্জ-৩ আসনে এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনে যুক্তরাজ্য বিএনপির কোষাধক্ষ্য আব্দুস ছাত্তার ও আশরাফুল হক সুমন, নোয়াখালী-৪ আসন থেকে শাহীনুর বেগম, শেরপুর-১ সদর আসনের জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী, ভোলা-১ সদর আসনে জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, জয়পুরহাট-১ আসনে ফজলুর রহমান, মৌলভীবাজার-১ আসনে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী।
জামালপুর-১ আসনে সাবেক এমপি এম.রশিদুজ্জামান মিল্লাত, জামালপুর-৪ আসনে ফরিদুল কবির তালুকদার শামীম, কিশোরগঞ্জ-১ আসনে শরীফুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ-২ আসনে মেজর (অব.) আখতারুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনে সাইফুল ইসলাম সুমন, কিশোরগঞ্জ-৪ আসনে সুরঞ্জন ঘোষ, সুনামগঞ্জ-৪ আসনে দেওয়ান জয়নুল জাকেরীন, সুনামগঞ্জ-১ আসনে কামরুজ্জামান কামরুল,নোয়াখালী-৪ আসনে শাহীনুর বেগম।
সিলেট-৩ আসনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, পঞ্চগড়-১ আসনে তৌহিদুল ইসলাম ও পঞ্চগড়-২ আসনে ফরহাদ হোসেন আজাদ, মাদারীপুর ১ আসনে নাদিরা মিঠু, টাঙ্গাইল-১ আসনে ফকির মাহাবুব আনাম স্বপন ও টাঙ্গাইল-৬ আসনে নুর মোহাম্মদ খান, মানিকগঞ্জ-১ আসনে তোজাম্মেল হক, মানিকগঞ্জ-২ আসনে মঈনুল ইসলাম খান শান্ত ও আবিদুর রহমান খান রোমান, মানিকগঞ্জ-৩ আসনে আতাউর রহমান আতার।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন