অ্যানালাইসিস বিডি ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা, বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের চাপের মুখে গ্রেফতারি পরোয়ানার এক মাস পর অবশেষে ফেনীর সোনাগাজী থানার সেই ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার দেখাতে বাধ্য হয়েছে সরকার। রোববার বিকেলে রমনা জোনের উপপুলিশ কমিশনার মারুফ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর শাহবাগ থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সপ্তাহে অ্যানালাইসি বিডির একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল যে, ওসি মোয়াজ্জেম সরকারের আশ্রয়েই আছেন। পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের তদবিরেই সরকার তাকে গ্রেফতার করছে না। ওসি মোয়াজ্জেমকে গ্রেফতারে চাপ যদি বেড়ে যায় তাহলে সরকার তাকে গ্রেফতার দেখাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, দুর্নীতির বরপুত্র হিসেবে পরিচিত ডিআইজি মিজানুর রহমানকে গ্রেফতার না করায় সুপ্রিম কোর্ট রোববার দুদকের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। ডিআইজি মিজান দুদকের চেয়ে বেশি শক্তিশালী কিনা সেই প্রশ্নও তুলেছেন আদালত। সরকার মনে করছে ওসি মোয়েজ্জমকে নিয়েও যদি আদালত আবার কোনো মন্তব্য করেন তাহলে সেটা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হবে। সেজন্য তড়িগড়ি করে আজই ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার দেখিয়েছে সরকার।
এদিকে, গতকালও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন, ওসি মোয়াজ্জেম পলাতক থাকায় তাকে গ্রেফতারে দেরি হচ্ছে। পুলিশের আইজি জাবেদ পাটুয়ারীও একাধিক বার বলেছেন যে, মোয়াজ্জেমকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
রোববার বিকেলে শাহবাগ থেকে ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার দেখানোর পরই এনিয়ে আবার নতুন করে সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে, শাহবাগে কি এমন কোনো গহীন জঙ্গল আছে নাকি যেখানে ওসি মোয়াজ্জেম আত্মগোপন করেছিল? আমরাতো মনে করছিলাম যে, ওসি মোয়াজ্জেম মনে হয় পার্বত্য এলাকার কোনো পাহাড়েরর পাদদেশে কিংবা গহীন জঙ্গলে তিনি লুকিয়ে আছেন। যার কারণে পুলিশ তাকে খোঁজে পাচ্ছে না। কিন্তু দেখা গেছে, পুলিশ থেকে শাহবাগ থেকে গ্রেফতার করেছে।
আবার অনেকেই বলছেন, এ সবই সরকারের সাজানো নাটক। পুলিশ প্রশাসন এবং সরকারের লোকজন মোটা অংকের টাকা খেয়ে মোয়াজ্জেমকে এতদিন আড়াল করে রেখেছে। গ্রেফতার হলেও মোয়াজ্জেমের কিছুই হবে না। থানায় নিয়েও তাকে জামাই আদরে রাখবে। রিমান্ড নিলেও পুলিশ তার গায়ে হাত তুলবে না।
আরও পড়ুন: সরকারের আশ্রয়েই আছেন ওসি মোয়াজ্জেম!