অ্যানালাইসিস বিডি ডেস্ক
অবশেষে সরকারের রাঘব বোয়ালদের বাঁচাতে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হলো দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ডকে।
খোঁজ নিয়ে জানা যায়, নয়নের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিলে স্থানীয় অনেক রাঘব বোয়ালদের নাম ও বেরিয়ে আসতে পারে। এমন আশংকায় এই ক্রসফায়ারের নাটক সাজানো হয়েছে। এর আগে খুনী নয়ন এবং ফরাজীকে ঘটনার দিন দিবাগত রাতেই আটক করে পুলিশ। কিন্তু সরকারের সিদ্ধান্তহীনতার কারণেই পুলিশ গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে।
গতকাল পুলিশ হেফাজতে নয়ন বন্ড, সিদ্ধান্তহীনতায় সরকার এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে অ্যানালাইসিস বিডি।
ঐ প্রতিবেদনে নয়ন এবং ফরাজীকে নিয়ে সরকার ৩টি বিষয় চিন্তা করছে বলে উল্ল্যেখ করা হয়। তার প্রথমটেই সত্য হলো। প্রথমটিতে বলা হয়, নয়ন একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এরসঙ্গে স্থানীয় ক্ষমতাসীন দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও পুলিশের কয়েকজন কর্মকর্তাও জড়িত আছেন। তাদের প্রশ্রয়েই নয়ন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব করে আসছে। এখন নয়নকে রিমান্ডে নিলে তাদের নামও বেরিয়ে আসতে পারে। সেজন্য তারা চাচ্ছে নয়নকে অন্য কাউকে গ্রেফতারের অভিযানে বের হয়ে বন্দুক যুদ্ধের নামে ক্রস ফায়ার দিতে। যাতে পেছনের নাটেরগুরুদের নাম আর কখনো প্রকাশিত না হয়।
এদিকে খুনি নয়ন বন্ডকে হত্যার পর আবারও সমালোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, নয়ন কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীনদের থলের বিড়াল বেরিয়ে আসতে পারে তাই নয়ন বন্ডকে সরিয়ে দেওয়া হয়েছে।
অবার অনেকেই বলছেন, খুনীর মৃত্যৃুতে খুশি। কিন্তু বিচার বহির্ভুত হত্যাই খুশি না। তাকে বিচারের আওতায় নিয়ে আসলে তার অপকর্মের অনেক সহযোগী ও প্রশ্রয় প্রদানকারীদের নাম সামনে চলে আসতো। তাই বিচার ছাড়াই তাকে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে।
কেউ কেউ বলছেন, নয়নকে মেরে দিয়ে তার গডফাদাররা বেঁচে গেলো। নয়নের গডফাদারদের বিচার করতে হবে। , তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে, আর যারা নয়ন কে মেরে ফেলেছে তাদের মেরে ফেলার হুকুম দাতার ও বিচার চাই ।
অ্যানালাইসিস বিডির পূর্বের সংবাদটি পড়ুন: পুলিশ হেফাজতে নয়ন বন্ড, সিদ্ধান্তহীনতায় সরকার