অ্যানালাইসিস বিডি ডেস্ক
মাত্র ৬ মাস আগে বোরকা পরিহিত নারীদের নিয়ে কটাক্ষ করে প্রচণ্ড ক্ষোভ ও সমালোচনার মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি হিজাব পরিহিত নারীদের নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিলেন। শেখ হাসিনার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন দেশের আলেম-ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ।
সেই ক্ষোভের রেশ কাটতে না কাটতেই ইসলাম ধর্মকে নিয়ে আবারো কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার মহিলা শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে নারীদের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনা বলেছেন, ধর্মের নামে নারীদেরকে আবদ্ধ করে রাখা যাবে না। তিনি উদাহরণ হিসেবে হযরত খাদিজার কথা উল্লেখ করেন।
শেখ হাসিনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচার ঝড় উঠেছে। বিশেষ করে আলেম ওলামাসহ ধর্মপ্রাণ মানুষ শেখ হাসিনার এই বক্তব্যে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করছেন।
নাম প্রকাশ না করে একজন শীর্ষ আলেম বলেন, ইসলামই নারীদেরকে সবচেয়ে বেশি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতা পাওয়ার জন্য এখন হিন্দু নারীরাও আন্দোলন করছে। অথচ একজন মুসলিম রাষ্ট্রপ্রধান হয়েও শেখ হাসিনা বলছেন-ইসলাম নাকি নারীদেরকে ঘরের মধ্যে আটকে রাখে। ইসলাম নারীদেরকে পড়ালেখা, চাকরি, ব্যবসা, বাজার করাসহ সব অধিকারই দিয়েছে। ইসলাম তো নারীদেরকে কাজ করতে বাধা দেয়নি। অশালীন পোশাক পরে নারীদেরকে বাইরে যেতে নিষেধ করেছে ইসলাম।
তিনি বলেন, শেখ হাসিনা আসলে একজন লেবাসধারী ভন্ড মুসলমান। তিনি মুখে ইসলামের কথা বললেও বাস্তবে চরম ইসলাম বিদ্বেষী। তিনি চাচ্ছেন এদেশের নারীদেরকে ধর্মীয় গন্ডি থেকে বাইরে নিয়ে আসতে।
এর আগে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিজাব নিয়ে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী।
তিনি হযরত খাদিজা ও আয়েশার জীবন কাহিনী বর্ণনা করে বলেছিলেন, তারা নারী হয়েও যুদ্ধ করেছেন। ওই সময় নারীরা অনেক ক্ষমতাধর ছিলেন। তিনি বলেছিলেন, ‘হাত মোজা, পা মোজা, নাক-চোখ ঢাইক্কা এটা কি? জীবন্ত টেন্ট (Tent- তাঁবু) হয়ে ঘুরে বেড়ানো এটারতো কোনো মানে হয় না।’
প্রধান মন্ত্রীর বার বার ধর্মকে নিয়ে কটাক্ষ করায় ক্ষুব্ধ আলেম সমাজ। নাম প্রকাশ না করে হেফাজত ইসলামের এক নেতা বলেন, শেখ হাসিনা নির্বাচন আসলেই তিনি ইসলামের লেবাস গায়ে লাগান। ভোটের পর আবার সব ভুলে যান। ধর্মকে কটাক্ষ করে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটা চরম অন্যায় হয়েছে। এদেশের মুসলমানরা কখনো এসব বরদাশত করবে না। শেখ হাসিনাকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করে এজন্য ক্ষমা চাইতে হবে। অন্যথায় পরিণতি ভাল হবে না।
আরও পড়ুন: এবার নারীদের মোজা ও নেকাব পরা নিয়ে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী! (ভিডিও)