• যোগাযোগ
শনিবার, এপ্রিল ১, ২০২৩
Analysis BD
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে
No Result
View All Result
Analysis BD
No Result
View All Result
Home Home Post

ইভিএমে ভোট: ট্রায়ালেই বিপত্তি, হতাশ ইসি

জানুয়ারি ৩১, ২০২০
in Home Post, slide, জাতীয়
Share on FacebookShare on Twitter

আগেও ইলেকট্রনিক ভোটিং মেশিন—ইভিএমে ভোট হয়েছে। তবে সবচেয়ে বড়ো পরিসরে এবারই ঢাকার দুই সিটি করপোরেশনে ইভিএমে ভোট হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর সবগুলো কেন্দ্রে ট্রায়াল (মক) ভোট হয়েছে। কয়েকটি কেন্দ্র সরেজমিনে ঘুরে নানা বিপত্তি দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে ইত্তেফাক।

এর মধ্যে নির্বাচনি দায়িত্ব পালন করা কর্মকর্তারাই সঠিকভাবে মেশিন চালাতে পারছেন না। আবার কোনো ধরনের গড়বড় হলে কীভাবে ঠিক করা যাবে তার কোনো প্রশিক্ষণ নেই তাদের। পাশাপাশি বিদ্যুত্ নিয়ে এক ধরনের শঙ্কার কথাই প্রকাশ করেছেন অনেকে। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রথমদিকে ইভিএমে ত্রুটি থাকলেও এবার প্রস্তুতি বেশ ভালো আছে।

এদিকে ইভিএমে প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ ভোটাররাই। প্রতিটি কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ না মিললেও প্রিজাইডিং অফিসার শতকরা এক ভাগ ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে পারবেন। প্রয়োজন মনে করলে, নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এই ভোটের সংখ্যা আরো বাড়িয়েও নিতে পারবেন। এখন প্রিজাইডিং অফিসাররা এই সুযোগ কাদের দেবেন বা কীভাবে দেবেন সেটা নিয়েও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন। এছাড়া তারা এই সংখ্যা বাড়িয়ে নিলেও কেউ জানতে পারবে না বলে মনে করেন তারা। এটা বন্ধ রাখার পক্ষেই মত সাধারণ ভোটারদের।

গতকাল বেলা ১টার দিকে শুক্রাবাদের নিউ মডেল ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, নিচ তলায় নারী ভোটারদের কক্ষে ইভিএম সেটই করা হয়নি। কর্মকর্তারা জানালেন কোনো ভোটার আসেনি তাই তারা একটু বিলম্বে শুরু করছেন। ঐ কেন্দ্রের তৃতীয় তলায় পুরুষ ভোট কক্ষে মেশিন বসানো হয়েছে। কিন্তু সেটি ঠিকমতো কাজ করছিল না। বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। ঐ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তারা হন্যে হয়ে অন্য কক্ষের কর্মকর্তাদের খুঁজে বেড়াচ্ছিলেন। কেন বারবার বন্ধ হয়ে যাচ্ছে তা ঐ কর্মকর্তা বুঝতে পারছিলেন না। একজন বয়স্ক ভোটার এসেছিলেন পরীক্ষামূলক ভোট দিতে। তিনি একপর্যায়ে বিরক্ত হয়ে চলে যান।

বেলা ২টার দিকে পাশের শুক্রাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা কয়েকজন নারী ভোটারকে সঙ্গে নিয়ে এসেছেন। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ফায়াদ হোসেন বলেন, ‘আমরা একবারই প্রশিক্ষণ নিয়েছি। কাজটা খুবই সহজ। কিন্তু মেশিন গড়বড় বলে ঝামেলাতে পড়তে হবে। আমরা ঠিকমতো চালু করতে পেরেছি। আশাকরি, ঝামেলা হবে না।’ ঐ কেন্দ্রে ভোট দিতে যাওয়া নারী ভোটাররা হাতের ছাপ দিয়েই ভোট দিয়েছেন। তাদের ঝামেলা না হলেও অনেকেই শঙ্কার কথা বলেছেন।

এর আগে গত মঙ্গলবার ইভিএম প্রদর্শনীতে অংশ নিয়ে ভোটারদের কেউ কেউ বলেছেন, ভোটদান ‘সহজ’ আবার কেউ কেউ বলেছেন ‘জটিল’। ইভিএমে ভোটপ্রদান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভোটাররা। তারা বলছেন, কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর ব্যালট ইউনিটে যে কোনো গোপন বুথে ঢুকে ভোট দিয়ে যেতে পারেন। এজন্য ব্যালট ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা উচিত ছিল। এছাড়াও ইভিএমের প্রদর্শনীতে এসে ভোটদান সহজ হওয়ার কথা অনেকে বললেও কারো কাছে তা ঠেকেছে জটিল।

উত্তর মুগদাপাড়া থেকে দক্ষিণ মুগদাপাড়ার কাজী জাফর আহমেদ উচ্চবিদ্যালয় প্রদর্শনীতে এসে ব্যবসায়ী এ কে আজাদ অনেক্ষণ দাঁড়িয়ে ইভিএম ভোটিং দেখে নিজে চেষ্টা করেন। তিনি বলেন, ‘যা দেখলাম, তাতে জটিল মনে হয়েছে। আমি বুঝি নাই। আমি তো তাও একটু শিক্ষিত, যারা অশিক্ষিত তারা তো আরো বুঝব না।’

আব্দুল রহিম নামে একজন ভোটার জানান, ভোটকেন্দ্র দখল হলে ইভিএমও নিরাপদ নয়। সেক্ষেত্রে ইভিএমে পড়তে পারে জালভোট। ইভিএমের দুটি ইউনিট। একটি কন্ট্রেল ইউনিট এবং অন্যটি ব্যালট ইউনিট। এর মধ্যে ব্যালট ইউনিটটি অরক্ষিত। কন্ট্রোল ইউনিটে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিংয়ের পর গোপনকক্ষে সংরক্ষিত ব্যালট ইউনিটে গিয়ে একজনের ভোট দিতে পারেন অন্যজন। ফলে শঙ্কা থেকেই যাচ্ছে।

ইভিএমের প্রকল্প পরিচালক কর্নেল কামাল উদ্দিন বলেন, ‘দুই সিটি ভোটে প্রায় ৩৫ হাজার ইভিএম মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে। ২৮ হাজারের মতো ইভিএম মেশিন সরাসরি ভোটকেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে জানিয়ে তিনি বলেন, বাকিগুলো বিকল্প হিসেবে রাখা হয়েছে। এছাড়া ইভিএমের টেকন্যিকাল সাপোর্টের জন্য প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর দুই জন করে টেকনিক্যাল সদস্য মোতায়েন থাকবে। বিগত সময়ে ইভিএমে ভোটের রেজাল্ট আসতে দেরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এবার এই সমস্যা আর হবে না। দ্রুত রেজাল্ট পাওয়া যাবে।

এদিকে ইভিএম নিয়ে হতাশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল বিকাল ৩টার দিকে শেরেবাংলা নগর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে মক ভোটিং পরিদর্শনে যান তিনি। সেখানে ভোটের অবস্থা দেখে হতাশা প্রকাশ করে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি একজন নতুন ভোটার। আমি কখনো ইভিএমে ভোট দেইনি। আমি কর্মকর্তাদের সঙ্গে নতুন ভোটারের মতো কথা বলেছি। একটা ইউনিটে তারা ১২টায় এসেছেন। তিন ঘণ্টায় মাত্র এক জনকে তারা শেখাতে পেরেছেন, এক জনের মাত্র ভোট নিয়েছেন। এটার ওপরে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

সূত্র: ইত্তেফাক

সম্পর্কিত সংবাদ

মন্ত্রীর আশ্রয়ে সোনা চোরাচালান
slide

মন্ত্রীর আশ্রয়ে সোনা চোরাচালান

মার্চ ২৫, ২০২৩
নতুন কারিকুলামের নামে মাউশি’র তামাশা
জাতীয়

নতুন কারিকুলামের নামে মাউশি’র তামাশা

মার্চ ১৪, ২০২৩
এমন জনপ্রিয়তার দৃষ্টান্ত বাংলাদেশে অদ্বিতীয়, বিশ্বে বিরল
slide

এমন জনপ্রিয়তার দৃষ্টান্ত বাংলাদেশে অদ্বিতীয়, বিশ্বে বিরল

ফেব্রুয়ারি ২৮, ২০২৩

জনপ্রিয় সংবাদ

  • বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    বসুন্ধরার মালিকের পরিবারে চাঞ্চল্যকর যত খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • মামুনুল হক স্ত্রীসহ লাঞ্ছনার ঘটনা ক্ষমতাসীনদের পূর্ব পরিকল্পিত

    0 shares
    Share 0 Tweet 0
  • শাহ আব্দুল হান্নান : একটি নাম একটি ইতিহাস

    0 shares
    Share 0 Tweet 0
  • মুক্তিযুদ্ধের পক্ষে নয় বিরোধিতা করে জেলে গিয়েছিল মোদি

    0 shares
    Share 0 Tweet 0
  • আ.লীগ নেতারাই পূজা মন্ডপে কোরআন রেখেছিল

    0 shares
    Share 0 Tweet 0

সাম্প্রতিক সংবাদ

মন্ত্রীর আশ্রয়ে সোনা চোরাচালান

মন্ত্রীর আশ্রয়ে সোনা চোরাচালান

মার্চ ২৫, ২০২৩
আজ শহীদ শায়খ আহমেদ ইয়াসিনের শাদাতবার্ষিকী

আজ শহীদ শায়খ আহমেদ ইয়াসিনের শাদাতবার্ষিকী

মার্চ ২২, ২০২৩
নতুন কারিকুলামের নামে মাউশি’র তামাশা

নতুন কারিকুলামের নামে মাউশি’র তামাশা

মার্চ ১৪, ২০২৩
এমন জনপ্রিয়তার দৃষ্টান্ত বাংলাদেশে অদ্বিতীয়, বিশ্বে বিরল

এমন জনপ্রিয়তার দৃষ্টান্ত বাংলাদেশে অদ্বিতীয়, বিশ্বে বিরল

ফেব্রুয়ারি ২৮, ২০২৩
পিলখানা ট্রাজেডি, অন্তরালের কিছু কথা!

পিলখানা ট্রাজেডি, অন্তরালের কিছু কথা!

ফেব্রুয়ারি ২৫, ২০২৩
  • Privacy Policy

© Analysis BD

No Result
View All Result
  • মূলপাতা
  • বিশেষ অ্যানালাইসিস
  • রাজনীতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • মতামত
  • কলাম
  • ব্লগ থেকে

© Analysis BD