মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর পৈশাচিক নির্যাতন বন্ধের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ইসলামী দলসমূহের উদ্যোগে লাখো মুসলিমের গণ-জমায়েত অনুষ্ঠিত হবে।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের কন্ফারেন্স লাউঞ্জে “মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর পৈশাচিক নির্যাতন বন্ধে করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় এই বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন সম্মিলিত ইসলামী দলসমূহের বিশিষ্ট ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ।
প্রতিটি মসজিদ থেকে দলে দলে ইমাম-খতীবদের নেতৃত্বে মিছিল নিয়ে গণ-জমায়েতে উপস্থিত থাকার জন্য ইসলামী দলসমূহের পক্ষ থেকে তৌহিদী জনতার প্রতি বিশেষ ভাবে আহ্বান জানানো হয়।
ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর মিয়ানমার সেনাবাহিনী যে বর্বর ও পৈশাচিক নির্যাতন চালাচ্ছে, তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
তারা বলেন, এই গণহত্যা বন্ধে বিভিন্ন রাষ্ট্র আলাদা আলাদা ভাবে নিন্দা জানাচ্ছেন, মিয়ানমারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছেন। এটা একটা ভালো দিক। তবে বাংলাদেশসহ বিশ্ব সম্প্রদায় ঐক্যবদ্ধ ভাবে মিয়ানমার সরকারকে কড়া বার্তা না দিলে তারা নির্যাতন বন্ধ করবে না। তাই অবিলম্বে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় ভূমিকা রাখতে জোর দাবি জানাই।
ওলামা মাশায়েখগণ আরো বলেন, বার্মার সৈন্যরা রোহিঙ্গা সম্প্রদায়কে অন্যায়ভাবে হত্যা করছে। রোহিঙ্গা মুসলমানরা আরাকানে হাজার বছর ধরে বাস করছে। তারা বহিরাগত নয়। মিয়ানমার সরকার গণহত্যার মাধ্যমে একটি জাতিগোষ্ঠীকে নিধনের অপচেষ্টা করছে বলেও মন্তব্য করেন তারা।
মাওলানা আবু তাহের জিহাদী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ্জি হুজুরের সাহেবজাদা বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে রোহিঙ্গা মুসলিম নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে তাতে আমরা সত্যিই খুবই উদ্বিগ্ন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা জাফরুল্লাহ খান, আইম্মা পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহিউদ্দীন রব্বানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের চেয়ারম্যান ড. খলীলুর রহমান মাদানী, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতী ফয়জুল হক জালালাবাদী, মুজিবুর রহমান হামিদী, মাওলানা আহমাদ আলী কাসেমী। ফুরফুরা দরবারের খলিফা মুফতি আব্দুল কাইয়ুম, মুফতী আজীজুল হক আজীজ, মুফতী ফয়জুল্লাহ আশরাফী,জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, একাত্তর অনলাইন এক্টিভেট সভাপতি মাওলানা তাসনীম আলম, মুফতি তাজুল ইসলাম, প্রিন্সিপাল রফিকুল ইসলাম, মাওলানা কামরুল হাসান,অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন মুফতি আব্দুল কুদ্দুস সহ প্রমূখ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।
Discussion about this post