সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বলেছেন, প্রধান বিচারপতির এমন ছুটি চাওয়া নজিরবিহীন। তিনি আরও বলেন, কেন ছুটি চাইলেন তা জানতে আমরা প্রধান বিচারপতির বাসভবনে যাব।
সোমবার বিকালে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির এক ব্রিফিংয়ে জয়নুল আবেদিন এসব কথা বলেন।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের জন্য ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সরকার ঘোষিত ছুটি এবং সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট খুলছে মঙ্গলবার। গত ২৭ আগস্ট থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আদালত খোলার আগেই প্রধান বিচারপতি ছুটি চাইলেন।
অ্যাটর্নি জেনারেল আরও জানান, কাল থেকে আপিল বিভাগে বসছেন না প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
সূত্র: যমুনা টিভি
Discussion about this post