আগামীকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণার কথা। এর আগে আজ বুধাবার সংবাদ সম্মেলন করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সংবাদ সম্মলনে তিনি কী বলবেন- তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। মামলার রায়, আগামী নির্বাচন ও দলীয় নেতাকর্মীদের করণীয় নিয়ে তিনি কথা বলতে পারেন। দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খালেদা জিয়া তার বক্তব্যে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে পারেন।
দলটির নেতারা বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, খালেদা জিয়া সংবাদ সম্মেলনে এই মামলায় নিজের অবস্থান তুলে ধরবেন। রায়ে যদি সরকার হস্তক্ষেপ না করে এবং আদালত যদি আইন অনুযায়ী রায় দেন তাহলে তিনি খালাস পাবেন। এ বিষয়টি তিনি তুলে ধরবেন।
দলটির একটি সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ঐক্যের ভিত্তিতে সম্মিলিত বিরোধী দলের ব্যানারে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাতে পারেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান বলেন, ‘দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে ম্যাডাম সংবাদ সম্মেলনে কথা বলবেন। তার মধ্যে ৮ তারিখে মামলার রায়, আগামী নির্বাচন এবং দেশের পরিস্থিতি প্রাধান্য পাবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেছেন, আওয়ামী লীগের বাইরে অন্য রাজনৈতিক দলগুলো নিয়ে আগামী নির্বাচন নিয়ে খালেদা জিয়ার একটি পরিকল্পার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরতে পারেন। এছাড়া, রায়ের পরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার আহ্বান থাকবে খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে।
বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়া সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে চলমান মামলায় নিজের অবস্থান তুলে ধরবেন জাতির সামনে। নির্বাচনের আগে তার নিজস্ব চিন্তাভাবনা কথা থাকতে পারে। এর বাইরে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা তো থাকবে।’
তিনি আরও বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকার দলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী হামলা- মামলা গ্রেফতারের চলছে তা নিয়েও খালেদা জিয়া সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন।
প্রসঙ্গত, আজ বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবেন।
সূত্র: বাংলা ট্রিবিউন