আগামী ১৯ মার্চ ঢাকায় ও ৩১ মার্চ রাজশাহীতে সমাবেশ করবে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
তিনি জানান, আজ সোমবার রাজধানীতে পূর্বঘোষিত সমাবেশ করার কথা থাকলেও ডিএমপি তার অনুমতি দেয়নি। তাই আজকের সমাবেশের পরিবর্তে আগামী ১৯ মার্চ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও ৩১ মার্চ রাজশাহীতে বিএনপি সমাবেশ করবে বলে তিনি ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ফখরুল আজকের সমাবেশের অনুমতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাসী। তারপরও সরকার আমাদের সমাবেশের অনুমতি দেয়নি। তিনি বলেন, আপাতত আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তথ্যসূত্র: নয়াদিগন্ত