ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি ও তেজগাঁও থানা সভাপতি জাকির হোসেন মিলন ঢাকা কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। তবে, বিএনপির অভিযোগ পুলিশি রিমান্ডে নির্যাতনে ছাত্রদল নেতা মিলনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯ টার দিকে মিলনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কারারক্ষী হানিফ। বর্তমানে ছাত্রদল নেতা মিলনের লাশ ঢামেক মর্গে রয়েছে।
তাকে গত ৬ই মার্চ প্রেসক্লাবের সামনে থেকে আটক করে রমনা পুলিশ। শাহবাগ থানায় তার বিরুদ্ধে ৫টি রাজনৈতিক মামলা ছিল। মামলা নং ১৪৭, ১৪৮, ১৪৯, ৩৩২ ও ৩৩৩।
তাকে আদালতে হাজির করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। ৮, ৯ ও ১০ মার্চ রিমান্ড শেষে আবারও আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার একদিন পরই মারা যান মিলন।
এদিকে, পুলিশি রিমান্ডে নির্যাতনে কারাগারে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রিমান্ডে পুলিশের নির্যাতনেই মিলনের মৃত্যু হয়েছে। আজ সকালে কারা হেফাজতে ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনের মৃত্যুর খবর জানা যায়।
সূত্র: শীর্ষনিউজ