‘লন্ডনে বসে তারেক জিয়ার পরিকল্পনাতেই ড. জাফর ইকবালের উপর হামলা করেছে জঙ্গিরা।’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ক্লাব প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ। আগামী ১ এপ্রিল চাঁদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, ‘১২৫টির মতো জঙ্গি সংগঠন দেশে মাথাচাড়া দিয়েছে। যার বেশির ভাগই ২০০১ সালে এবং ২০০৬ সালে বিএনপি-জামায়াতের আমলেই সৃষ্টি হয়েছে। বিশ্ব মিডিয়া সিএনএন অনলাইনে যা প্রকাশ পেয়েছে।’
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামায়াত দেশে জঙ্গিবাদের সৃষ্টি করে উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।’
তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে গত ৯ বছরে এমন জায়গায় নিয়ে গেছেন, যা কেউ আগে বিশ্বাস করতো না।
‘ধর্মান্ধ আর একাত্তরের ঘাতকরা একই সূত্রে গাঁথা: হানিফ
‘ধর্মান্ধ আর একাত্তরের ঘাতকরা একই সূত্রে গাঁথা’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। এসময় তিনি বলেন, ড. জাফর ইকবালের ওপর জঙ্গি হামলা আমাদের সমাজকে কলুষিত করেছে।
সোমবার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে একটি সাপ্তাহিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।
তিনি বলেন, আমরা দেখেছি ৭১ এ’ ধর্মের দোহাই দিয়ে মুক্তমনা দেশপ্রেমিক লোকদের হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মান্ধতার রাজনীতির বীজ বপন করেছিলো জিয়াউর রহমান।
হানিফ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। ক্ষমতায় এসে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন চালিয়েছিল বিএনপি-জামায়াত জোট সরকার। বিএনপি-জামায়াত একই স্থান থেকে পরিচালিত হয়। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, মৌলবাদ-ধর্মান্ধতা থেকে জাতি বেরিয়ে আসতে চায়। প্রত্যেকটা মানুষের মুক্তচিন্তার অধিকার রয়েছে। মুক্তচিন্তা নিয়ে কারো অধিকারে আঘাত লাগলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। যারা জঙ্গি হামলার মত কর্মকাণ্ড করছে তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের জঙ্গিবাদ অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গেছেন।
বিএনপি ফের ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিবাজ দেশে পরিণত করবে: হানিফ
দুর্নীতিবাজদের জায়গা কারাগারেই হওয়া ভাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
তিনি আরো বলেন, বিএনপি নেত্রী দুর্নীতির দায়ে জেলে যাওয়ার পর যারা বলে সমস্যা নেই। তারা মূলত মানসিক বিকারগ্রস্ত।
শনিবার সকালে কুষ্টিয়া এক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, যে দলের নেত্রী দুর্নীতির দায়ে কারাগারে যায়। তার দল দেশে-বিদেশে দুর্নীতিবাজ দল হিসেবে পরিচিত। সেই দল ফের ক্ষমতায় এলে দেশকে দুর্নীতিবাজ দেশে পরিণত করবে।
সূত্র: আরটিএনএন