অ্যানালাইসিস বিডি ডেস্ক
ভারত আমাদের যেমন বন্ধু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভীও আমার সেরকমই বন্ধু। তাই আমাকে ঐসব বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এমন মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম।
আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার দেয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেন সরকারের রোষানলে পড়ে কারাবরণ করা খ্যাতিমান এই আলোকচিত্রী।
শহিদুল আলমকে উপস্থাপক মেহেদী হাসান প্রশ্ন করেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা গওহর রিজভী। তিনি আলজাজিরার ‘হেড টু হেড’ প্রোগ্রামে বলেছিলেন, ‘শহীদ (শহিদুল) আমার খুবই কাছের বন্ধু’। আসলেই কি তাই?
এই প্রশ্নের উত্তরে শহীদুল আলম বলেন, আমি এই ব্যাক্তিকে চিনি। এবং আমরা বিভিন্ন পরিস্থিতিতে মিলিত হয়েছিলাম। আমার কাছে বন্ধুত্বের কিছুটা ভিন্ন সংজ্ঞা রয়েছে। কিন্তু এছাড়াও, তারা বলে, আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারত আমাদের বন্ধু এবং আমি জানি আমাদের দুই দেশের সম্পর্কটা কেমন। তাই, আমাকে ঐসব বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আলজাজিরার সাক্ষাতকারটি ভাষান্তর করেছে অ্যানালাইসিস বিডি। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো:
উপস্থাপক: এই বছরের শুরুতে হেড টু হেড অনুষ্ঠানে আমি গওহর রিজভীর ইন্টারভিউ নিয়েছিলাম। যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ উপদেষ্টা। আল-জাজিরায় ইন্টারভিউ দেয়া কিংবা মন্তব্যের জন্য শহীদুল আলম গ্রেফতার হননি। তিনি বিকৃত তথ্য ছড়ানোর দায়ে গ্রেফতার হয়েছিলেন যেটা সহিংসতা উস্কে দিচ্ছিলো আপনি তার প্রতি কি বলবেন?
শহীদুল আলম: আমি বিষয়গুলো সেভাবেই লিপিবদ্ধ করছিলাম যেভাবে সেগুলো ঘটছিলো। আমি কোন টাইম মেশিনের মালিক নই। উস্কানি হচ্ছে এমনকিছু যা একটি ঘটনার পরে ঘটে। আমি ঘটনা লিপিবদ্ধ করছিলাম। এবং যা ঘটছিলো তার সুস্পষ্ট দলিল রয়েছে আমার রেকর্ডিং। এখানে সুস্পষ্টত এমন কিছু নেই, যা আমার দেয়া বিবৃতিকে আমার নিজের তৈরী হিসেবে সাব্যস্ত করতে পারে। আমি শুধুমাত্র যা ঘটছিলো তা-ই বিবৃত করছিলাম। এটা তা-ই যা একজন সাংবাদিক করে থাকেন, যেকোন সাংবাদিক।
উপস্থাপক: তাহলে এগুলো আপনার বিরুদ্ধে মিথ্যা এবং বানানো অভিযোগ?
শহীদুল আলম: পুরোপুরি।
উপস্থাপক: গওহর রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা। যিনি আপনার গ্রেফতার এবং আটকাবস্থাকে সমর্থন করেছিলেন। তিনি বলেছিলেন, তিনি আপনার বন্ধু! শহীদ আমার খুব কাছের বন্ধু। তখন আমি পাল্টা তাকে প্রশ্ন করেছিলাম- শহীদুল আলম আগস্টে কোর্টের বাইরে সাংবাদিকদের বলেছেন তিনি পুলিশ কর্তৃক এতটাই মার খেয়েছেন যে তার জামা রক্তে ভিজে যাওয়ার কারণে ধুয়ে ফেলতে হয়েছিলো। তাকে ১০৭ দিন জেলে রাখা হয়েছে এবং তিনি বলেছেন তাকে অত্যাচার করা হয়েছে। এভাবেই কি আপনি আপনার বন্ধুদের মূল্যায়ন করেন? এর জবাবে গওহর রিজভী বলেছিলেন, ‘শুনুন, তার চিকিৎসা নিয়ে আমি একটি শব্দও বলিনি। আমি শুধুমাত্র এটাই বলেছি যে, শহীদ আমার কাছের বন্ধু।’ আসলেই কি তাই?
শহীদুল আলম: আচ্ছা, আমি এই ব্যাক্তিকে চিনি। এবং আমরা বিভিন্ন পরিস্থিতিতে মিলিত হয়েছিলাম। আমার কাছে বন্ধুত্বের কিছুটা ভিন্ন সংজ্ঞা রয়েছে। কিন্তু এছাড়াও, তারা বলে, আমাদের প্রতিবেশি রাষ্ট্র ভারত আমাদের বন্ধু। এবং আমি দেখতে পারছি আমাদের দুই দেশের সম্পর্কটা কেমন। তাই আমাকে ঐসব বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গত ১ মার্চ আলজাজিরাকে দেয়া সাক্ষাৎকারে শহিদুল আলম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের মুখে পড়েন গওহর রিজভী। শহিদুল আলম নিজের বন্ধু দাবী করলে উপস্থিত দর্শকদের হাস্যরসের শিকার হন তিনি।