অ্যানালাইসিস বিডি ডেস্ক
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন হলো বাজেট অধিবেশন। ১৩ জুন বিকেলে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অসুস্থতার কারণে তিনি নিজে তার জীবনের প্রথম বাজেট পড়তে পারেন নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেটের বাকী অংশ পড়েছেন।
লক্ষণীয় বিষয় হলো-বৃহস্পতিবার বাজেট পেশের দিনে জাতীয় সংসদে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বাজেট পড়া বাদ দিয়ে ওই সময় সংসদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়েছে। এই প্রামাণ্য চিত্রটি দেখাতো প্রায় ১৫ মিনিট সময় লেগেছে।
এই চিত্রে শুধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে উত্থান, ১৫ আগস্টের ঘটনা, শেখ রাসেলকে নিয়ে গান, বঙ্গবন্ধুকে নিয়ে গান, শেখ হাসিনার রাজনীতিতে আগমন, শেখ রেহানার কথাসহ মূলত তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দিক দেখানো হয়েছে। এখানে স্বাধীনতার প্রামাণ্য চিত্রের কথা বলা হলেও মূলত চিত্রটি ছিল শেখ পরিবারের সদস্যদের কার্যাবলী নিয়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশের জাতীয় সংসদের ইতিহাসে রাষ্ট্রের জাতীয় বাজেট পেশের দিন বাজেট পড়া বাদ দিয়ে এমন প্রামাণ্য চিত্র দেখানোর ঘটনা কখনো ঘটেনি। তারপর এটা কোনো জাতীয় বিষয় নয়। একজন ব্যক্তি ও তার পরিবারকে তুলে ধরা হয়েছে। তাদেরকে তুরে ধরতে রাষ্ট্রের গচ্ছা গেছে মোটা অংকের টাকা। সংসদ পরিচালনার ব্যয়ের প্রাক্কলিত হিসাব অনুযায়ী প্রতি মিনিটে গড়ে ১ লাখ ৬৩ হাজার ৬৮৬ টাকা খরচ হয়। সেই হিসাবে বৃহস্পতিবার শেখ মুজিব ও তার পরিবারকে প্রচার করতে গিয়ে ১৫ মিনিটে রাষ্ট্রের খরচ হয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ২৯০ টাকা।
আর জাতীয় সংসদ হলো দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয়, সমস্যা-সংকট ও এর থেকে সমাধানের উপায় আলোচনার মাধ্যমে বের করার স্থান। অথচ রাষ্ট্রের হাজারো সমস্যা থাকা সত্ত্বেও এসবকে পাত্তা না দিয়ে রাষ্ট্রীয় অর্থ খরচ করে শেখ হাসিনা তার বাবার প্রামাণ্য চিত্র দেখাচ্ছেন।
খোঁজ নিলে দেখা যায়, পুরো দেশ এখন বঙ্গবন্ধু ও তার পরিবারময়। যেদিকে তাকাই শুধু বঙ্গবন্ধু ও তার পরিবারের ছবি দেখতে পাওয়া যাই। রাষ্ট্রের যেকোনো স্থাপনার দিকে তাকালেই দেখা যাই নামফলকে লেখা আছে বঙ্গবন্ধু, শেখ হাসিনা বা তার পরিবারের অন্যকোনো সদস্যের নাম। বিটিভি নামক একটি বক্সতো আছেই, যেটা রাষ্ট্রের অর্থ অপচয় করে সারাদিন বঙ্গবন্ধু ও তার পরিবারের নামে সারাদিন তাসবিহ জপছে। সহজ কথায় পুরো দেশ এখন বঙ্গবন্ধুময়।
এখন বিশিষ্টজনসহ সচেতন মানুষের প্রশ্ন-এত কিছুর পরও সংসদের বাজেট অধিবেশনে বাজেট পড়া বাদ দিয়ে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করা প্রামাণ্য চিত্র দেখানোর প্রয়োজন হলো কেন?